বিজয় সন্নিকটে
শিব্বির দেওয়ান
তিনি ছিলেন-তিনি আছেন-
তিনি থাকবেন প্রিয় নেত্রী মিসেস তানিয়া রব
মজলুম জনতার পাশে
বিশ্বাস হৃদয়ে।
আগামীর কান্ডারী
মুক্তির দিশারী।
জননেত্রী মিসেস তানিয়া রব
ভুলে যাও সব,
আগত আগামী সুন্দর
বিজয় বিজয় বলে অন্তর।
করতে হবে খনন ভুলুয়া নদী
তাঁরার আলোয় আলোকিত হবে সমাজ সভ্যতা জাতি
তানিয়া রব জিন্দাবাদ স্লোগান তুলো আজি।
যার সূচনা নন্দিত নেতা আ স ম রব হাতে
ভুলুয়া আজ মানুষ্যসৃষ্ট বন্যার দখলে।
ভুলুয়া নদী খনন তানিয়া রবের অঙ্গীকার
দুঃখ নিরাময়ে পাশে জনতার
মেঘনা নদী শাসন-
বাঁধ সংস্কার অগ্রাধিকার।
হবে না চাঁদাবাজি দূর্নীতি
মিলবে এবার মুক্তি।
যুক্তি আর মুক্তি দুয়ে এক ও অভিন্ন
সফলতায় হবেন তিনি ধন্য।
অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর
কর্মগুনে হবে অবিনশ্বর।
যুব তারণ্যে কর্মসংস্থান
প্রত্যাশিত রামগতি কমলনগর হবে নির্মাণ।
জয় হোক জনতার
মধ্যমনি তানিয়া রব অভিযাত্রী
সেবা বিলাশে এয়োদশ নির্বাচনে প্রার্থী।
ছুঁটে চলো বিজয়ের পানে
যুব তারণ্য স্লোগান তুলে গানে গানে।
তানিয়া রব এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে
বিশ্বাসে সংকটে সংগ্রামে আগামীর বিজয়ে।
বিজয় সন্নিকটে
একতায়-ই-বল
বাঁধার বিন্ধা চল।
আপনার মতামত লিখুন :