হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভক্তবাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় ভক্তবাড়ি পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান মন্ডপে বিভিন্ন বিশৃঙ্খলা প্রতিরোধে তিনটি সিসি ক্যামেরা সচল আছে। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন আমাদের বক্তারপুর ইউনিয়নের ভক্তবাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছেন। আমরা এবারের সারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে পারবো।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলার ৪৩টি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এছাড়া দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :