বৈকালিক


প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৭:৫২ পূর্বাহ্ন / ৪১
বৈকালিক

মিনতি গোস্বামী
রচনাঃ ০৫ মে ২০২৪

 

হাঁটতে হাঁটতে কেন থেমে গেলে
কি দেখছো গাছের উপরের ডালে!
বিকেলের শেষ রোদ হারিয়ে যাচ্ছে
মেহগিনীর উচ্চ ডালে চুমু খেতে খেতে।

সকালের সূর্য আর অস্তগামী সূর্যকে দেখলেই
তুমি চিনবে আমাকে নতুন করে
একটাতে প্রত্যাশা অন্যটাতে প্রাপ্তি
মাঝখানে কিছুটা টানাপোড়েন।

আমাদের হাঁটাহাঁটি, পায়ের শব্দে
ফুল ফোটে, পাখি ডাকে
বাতাস কেমন চুমু দেয় গালে
আমরাই যেন পৃথিবীর আদিম পথিক।

প্রেম নির্ভয়, আমি নিঃশ্বাস নিই
কেঁপে উঠি ঝাউ পাতার মত
তুমি বাহুবন্ধনে আবদ্ধ করলে
মাটিতে নেমে আসে সন্ধ্যাতারা।

পাশাপাশি হাঁটতেই জেনো ঘর ছেড়ে
এই বিপুল নির্জনতায় আসা
টবের বেলি জানবে না কোনদিন
বৈকালিক ভ্রমণে জন্ম নেয় কত আশা।