মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি রশীদুজ্জামান: বঙ্গবন্ধুর নির্দেশনায় মাদরাসা শিক্ষাকে কর্মমুখীর সিদ্ধান্ত গৃহীত হয়


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন / ২১
মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি রশীদুজ্জামান: বঙ্গবন্ধুর নির্দেশনায় মাদরাসা শিক্ষাকে কর্মমুখীর সিদ্ধান্ত গৃহীত হয়

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা খুলনা) প্রতিনিধি-

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আমেনা এন্ড আ: রব রহমানিয়া প্রি-ক্যাডেট নুরাণী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কপিলমুনির রেজাকপুর গ্ৰামে ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি মোঃ রশীদুজ্জামান বলেন,স্বাধীন বাংলাদেশ অভ্যূদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড গঠিত হয় এবং ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে এর কার্যক্রম শুরু হয়।

তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ এবং ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠক্রম ও পাঠ্যসূচীর আধুনিকীকরণ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিসহ মাদরাসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত করার লক্ষ্যে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩” পাস করা হয়। এভাবে প্রতিষ্ঠিত হয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীর,আলেম ওলামাদের দীর্ঘ দিনের দাবী পূরণ করা হয়। বর্তমান সরকার নুরাণী মাদ্রাসার জন্য কাজ করছে। এসময় বক্তারা মাদ্রাসার উন্নয়নের জন্য এমপির সহযোগিতা কামনা করে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমার সাধ্যমত সব ধরনের সহযোগিতা থাকবে। আমেনা এন্ড আ: রব রহমানিয়া প্রি-ক্যাডেট নুরাণী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ফারুক হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ মেহেদী হাসান।উপস্থিত প্রধান অতিথিসহ সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন জমি দাতা ও শিক্ষক মন্ডলীসহ উপস্থিত বিশিষ্টজনরা।

এসময় বক্তব্য রাখেন, কেকেএসপির সভাপতি এম বুল বুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,উপজেলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী,উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাক শিমুল বিল্লাহ বাপ্পী,অভিভাবক সদস্য মোঃ শফিকুল হাওলাদার,পারভেজ হোসেন পলাশ,
ছাত্রলীগের তৈয়বুর রহমান, জিএম হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন এলাকার সুধিজনসহ  অভিভাবক ও ছাত্রছাত্রী।