মেসির নতুন ইতিহাস: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন আর্জেন্টাইন মহাতারকা


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন / ৪০
মেসির নতুন ইতিহাস: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন আর্জেন্টাইন মহাতারকা

স্পোর্টস ডেস্ক

আবারও ফুটবল বিশ্বে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক এবার স্পর্শ করলেন এক নতুন মাইলফলক—পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট করা খেলোয়াড় এখন তিনি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলের জয়ে দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন মেসি। এর মাধ্যমে তার আন্তর্জাতিক অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ৬০-এ। এতে করে ৫৮টি করে অ্যাসিস্ট করা নেইমার (ব্রাজিল) ও ল্যান্ডন ডোনাভানকে (যুক্তরাষ্ট্র) পেছনে ফেলেন তিনি।

এই অর্জনের ফলে মেসি এখন নিজের পেশাদার ক্যারিয়ারে ৪০০ অ্যাসিস্টের মাইলফলক থেকে মাত্র তিনটি দূরে।

ম্যাচে গোল না করলেও মেসির পাসেই জ্বলে উঠেছিল আর্জেন্টিনার আক্রমণভাগ। তার তৈরি দুটি অ্যাসিস্ট থেকে গোল পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ, যারা ম্যাচে দুটি করে গোল করেন। বাকি দুটি গোল আসে গনসালো মন্তিয়েল এবং একটি আত্মঘাতী প্রচেষ্টা থেকে।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আধিপত্য স্পষ্ট ছিল। ১৫৫তম র‍্যাঙ্কধারী পুয়ের্তো রিকো শুরুতে লিয়েন্দ্রো আন্তোনেত্তির সুবাদে একবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দূরপাল্লার এক শট ঠেকিয়ে দেন অসাধারণ দক্ষতায়।

১৯ বছর আগে ২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক অ্যাসিস্টটি করেছিলেন মেসি। এরপর থেকে তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন গোলদাতা নন, বরং একজন অতুলনীয় প্লে-মেকারও।

ম্যাচের প্রথমার্ধেই দেখা যায় মেসির ট্রেডমার্ক ঝলক—বক্সের ভেতরে মন্তিয়েলকে নিখুঁত পাস বাড়িয়ে দিয়ে দলের গোলের সূচনা করেন তিনি। পরে, ব্যাক পাস থেকে লাউতারো মার্তিনেজের দ্বিতীয় গোল আসে। মেসির এমন পাসিং, দূরদর্শিতা ও কৌশলগত চিন্তাশক্তি তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চোখ এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পরও মেসিকে ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানানোর আগে তিনি আরও কিছু স্মরণীয় অর্জনের দিকে এগোচ্ছেন।

সব মিলিয়ে মেসির ক্যারিয়ারে এখন পর্যন্ত ১,১২৯ ম্যাচে ৩৯৭টি অ্যাসিস্ট। আগামী রোববার তিনি মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরবেন।

মেসি মানেই ইতিহাস—আরও একবার প্রমাণ করলেন ফুটবল জাদুকর।


There is no ads to display, Please add some