রংপুর সিটি করপোরেশনের সকল ইতিবাচক সংবাদ বর্জন এবং প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জড়িত কর্মকর্তা কর্মচারীদের অপসারণ এবং জড়িতদের গ্রেফতার করা না হলে বুধবার রংপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্র্মসচি ঘোষণা দিয়েছে গণমাধ্যমকর্মীরা।
সোমবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে মারধোর এবং পরবর্তীতে সাংবাদিকদের আটকে রেখে হেনস্তা করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদি ইউনিয়ন- আরপিইউজে, প্রেস ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব , রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাব, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাব, বদরগঞ্জ প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাবসহ মহানগরী ও উপজেলায় কর্মরত দুই শতাধিক সাংবাদিক।
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ২৪ টিভির ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলি, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, রংপুর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন প্রমুখ।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক দৈনিক সকালের বানীর আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ বৈশাখী টেলিভিশনের ভিডিও সাংবাদিক সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, রংপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল রিপোর্টার খুশবু আহমেদ রনি, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, গঙ্গচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম প্রামাণিক, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিপুল, পীরগঞ্জ প্রেসক্লাবের হাবিবুর রহমান হাবিব, সিটি করপোরেশনে আহত ৭১ টিভির রংপুর সদর উপজেলা প্রতিনিধি মাহবুব হোসেন সুমন প্রমুখ।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, আমার বাংলাদেশ পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারি, আইনজীবি পলাশকান্তি নাগ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক বেলাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে অটো রিকশার লাইসেন্স নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বাদলকে অপহরণ করে প্রধান নির্বাহী কর্মকর্তার রুমের সামনে নিয়ে গিয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেস্টা করা হয়েছে তা নজিরবিহীন। জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্ত সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেড লাইসেন্স শাখার প্রধানের নেতৃত্বে কর্মকর্তাকর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের সিটি ভবনের ভেতরে আটকে রেখে হেনস্তা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। শুধু তাই নয়, তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল সমাবেশ করে গ্রেফতারের দাবি জানানোর মতো ধৃষ্টতাও তারা দেখিয়েছেন।
এসময় বক্তারা আরও বলেন, এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেস্টা। একটি পক্ষ এসব ঘটনা ঘটিয়ে জুলাই স্পিরিটের আকাংখা বাস্তবায়নে সরকারের নানামুখি পদক্ষেপকে বিতর্কিত করার চেস্টা করছে।
পরে আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। তিনি বলেন, অটো রিকশার লাইসেন্সের জন্য জুলাই যোদ্ধার নামে কারা কারা আবেদন করেছেন। তাদের তালিকা ও পরিচয় প্রকাশ করতে হবে। সম্প্রতি আদালতে মামলা থাকা সত্বেও যে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে। সে বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।
পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তিনি। বলেন, মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) রাত ১২ টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং প্রধান নির্বাহী উম্মে ফাতেমা এবং ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজুসহ মব সৃষ্টিকরে হেনস্তাকারী কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা না হলে বুধবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ কমিশনার অফিস ঘেরাও করা হবে। এছাড়াও সিটি করপোরেশনের ইতিবাচক সকল সংবাদ পরিবেশন বন্ধ রেখে দুর্ণীতি ও অনিয়মের সংবাদ প্রচার-প্রকাশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
গত ১৭ সেপ্টেম্বর সাংবাদিক বাদলকে দৈনিক সংবাদে সম্প্রীতি দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতারা’ শিরোনামে খবর পরিবেশনের জেরে কাচারীবাজার থেকে অপহরণ করে নিয়ে সিটির প্রধান নির্বাহী অফিসের সামনে নিয়ে নিউজের জন্য ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার চেস্টা ও মারধোর করা হয়। সেখানে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার পর অবস্থানকর্মসূচি শেষে ফেরার সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মব তৈরি করে প্রধান ফটক আটকে দিয়ে সাংবাদিকদের হেনস্তা করেন। এঘটনায় ক্ষুব্ধ রংপুরের সাংবাদিক সমাজ।
আপনার মতামত লিখুন :