রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন / ৩৩
রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন
ডেস্ক রিপোর্ট :

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে মোট ৩৩১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এ জন্য ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম ধরা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।

অন্যদিকে, কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) এবং বিএডিসি’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৭ম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। এখানেও প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সার আমদানির এই প্রক্রিয়া দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আসন্ন মৌসুমে চাহিদা মেটাতে সহায়ক হবে।


There is no ads to display, Please add some