লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের নগদ টাকা বিতরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১৯, ২০২৪, ৪:১২ অপরাহ্ন / ৩২
লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের নগদ টাকা বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি-

লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের নগদ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) সকাল ১১ টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ নগদ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ সংসদ সদস্য-১৮ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার টোটন, তেলিপাড়া কালীরপাট দূর্গা মন্দিরের সভাপতি অনিল চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২৩-২০২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায় কর্মসূচীর আওতায় বাস্তবায়নযোগ্য প্রকল্পের ৯৫টি প্রতিষ্ঠানকে নগদ ৭১লক্ষ ৩৩হাজার ৩শত ৩৩টাকা ৩৩পয়সা বিতরণ ও দ্বাদশ জাতীয় সংসদের ১৮, লালমনিরহাট-৩ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান এঁর অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের আওতায় ৬৩ জন ব্যক্তিকে নগদ ২ লক্ষ ১১ হাজার টাকা বিতরণ করা হয়।