শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে মাউশির নতুন নির্দেশনা, আজ থেকেই কার্যকর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন / ২৫
শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে মাউশির নতুন নির্দেশনা, আজ থেকেই কার্যকর

স্টাফ রিপোর্টারঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে বিজোড় মাসে। আর এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তি করা হবে।

আজ রবিবার এ সংক্রান্ত চিঠি মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে

এর আগে ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, এবার থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে শুধুমাত্র বিজোড় মাসে (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর)।

চিঠিতে আরো বলা হয়েছে, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদন প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

জেলা শিক্ষা কর্মকর্তারা তা নিষ্পত্তি করবেন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে। পরে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।

এ/জে


There is no ads to display, Please add some