সফলতা হাইজ্যাক
শিব্বির দেওয়ান
প্রত্যাশা আর প্রাপ্তি শূন্য
কারে বলি আমি ধন্য।
কি দেখার কি দেখছি
কি শুনার কি শুনছি।
দেখি লজ্জাহীন নিলজ্জ বেহায়াপনা
নতুনত্ব অনুপস্থিত পুরাতন জঞ্জাল ভরা
স্বপ্ন মাঠে ক্ষরা- নিথর দেহে শান্ত্বনার বেঁড়া।
পুরাতন সব নগদে ই চলছে
দেশ জাতি বলছে।
ভোট আয়োজন
অভিযোগে বর্জন।
ঘন্টা বাঁজিয়ে ভোট শুরু
কে মহাগুরু।
অন্তরাল
নেই সামন্তরাল।
৩৬ ঘন্টা পেরিয়ে ও ফল অনিশ্চিত
কিসে মনোবল কিসে ভীত।
সবি ধরাশাহী
শুধু শুধু ১৪০০ প্রানের জীবনহানী।
মায়ের চোখে পানি রক্তে ভেঁজা পলি উর্বর মাটি-
রক্তঋনে যারা আজি-তারা কিসে খাঁটি।
১৪০০ প্রানের আত্মা হও জড়ো
বিপ্লব হাইজ্যাকদের ধরো।
বুঝে নাও লেনাদেনা
চব্বিশ প্রত্যাশা রক্তে কেনা।
বাহুবল
কেন অন্যায়ে নহে প্রবল।
অন্যায় অনিয়মে কষাঘাত
হোক প্রতিবাদ।
খেয়েছে কি? লাশ আর লজ্জার মাথা
রক্তে স্বপ্ন বোনা নকশিকাঁথা।
স্বপ্নের হবে জয়
দু:স্বপ্নের পরাজয়।
ইতিহাস ফিরে ফিরে আসে
অভিশাপ আর রক্তস্রোতে ভাসে-
ভেসে ভেসে স্বপ্ন পাবে খুৃঁজে কূল
বিপ্লব নির্ভূল।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও
রক্তনদীতে ধানের নৌকা যাক ডুবে
সম্বলিত জাতি হাসুক বিজয় অনুভবে।
চেতনায় জাগ্রত থাকুক একাত্তর
প্রত্যাশায় চব্বিশ আগত আগামী আশীষ।
আপনার মতামত লিখুন :