সাঁথিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন / ১৮
সাঁথিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনার সাঁথিয়ায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটি এ কর্মসূচিতে তাদের পাঁচ দফা দাবির পক্ষে জনগণকে জানাতে কার্যক্রম পরিচালনা করে।

সমাবেশ উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতের প্রায় ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোকলেছুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজু রহমান ফিরোজ, জামায়াত নেতা মোস্তফা কামাল মানিক, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, “২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করেন। পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। জনগণের ৭০ শতাংশ সমর্থন পিআর পদ্ধতির পক্ষেই। ঐক্যমত কমিশনের ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে, শুধুমাত্র একটি দল পিআরের পক্ষে নেই। ৭১ শতাংশ মানুষের মেন্ডেটকে উপেক্ষা করলে ভবিষ্যতে গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা দেশের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে।”

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (প্রতিনিধি) পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


There is no ads to display, Please add some