ডেস্ক রিপোর্ট :
শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত লাল–সবুজদের
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল–সবুজরা। এর আগে প্রথম ম্যাচে নেপালকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। নেপাল হয়েছে গ্রুপ রানার্সআপ।
বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তান এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল ভারত–পাকিস্তান ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঠিক হবে, সেই অনুযায়ী নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
ম্যাচের ১৮ মিনিটে আরিফের গোলে লিড নেয় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শট লঙ্কান গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে ঠান্ডা মাথায় গোল করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে একাই শ্রীলঙ্কার জালে তিন গোল করেন কাজী রিফাত। বিরতির পরপরই বক্সের ডানদিক থেকে কোনাকুনি শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট লঙ্কান গোলরক্ষক আংশিক সেভ করলে ফিরতি বলে দ্বিতীয় গোল করেন রিফাত। ম্যাচের ৮৮ মিনিটে অধিনায়ক ফয়সালের বাড়ানো বল দুর্দান্ত দক্ষতায় নিয়ন্ত্রণ করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ ফরোয়ার্ড।
প্রথম ম্যাচে নেপাল ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে সমান ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে শক্ত বার্তা দিল বাংলাদেশের অনূর্ধ্ব–১৭ দল। এখন লাল–সবুজদের চোখ ২৫ সেপ্টেম্বরের সেমিফাইনালে, যেখানে ভারতের বা পাকিস্তানের বিপক্ষে জয়ই তাদের ফাইনালের স্বপ্ন পূরণের পথ তৈরি করবে।
আপনার মতামত লিখুন :