মুকুল হোসেন-
সিরাজগঞ্জ ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পশ্চিম গাড়ুদহ ব্রিজ সংলগ্ন এলাকায় টিসিপি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় ইউসুফ আলীর পরিচালনায় ১৮৮ জন পরিবারের মাঝে ন্যায্যমূল্যে তেল, চিনি, মশুর ডাল ও লবণ বিক্রি করা হয়। এ উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবু জাফর (মুন্না), সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আশরাফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ৩ নং ওয়ার্ড সভাপতি রসুল বক্স ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল আমিন, ৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ৭ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আব্দুল মোতালেব এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকমল হোসেন প্রমুখ। উক্ত বিক্রয় কার্যক্রমে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন উদ্যোগ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ প্রয়াস। জে/এ
আপনার মতামত লিখুন :