সিলেটে এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে সাদমানের প্রথমে সেঞ্চুরি


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন / ২৪
সিলেটে এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে সাদমানের প্রথমে সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদকঃ

‘টেস্ট বিশেষজ্ঞ’, এই তকমাটি দীর্ঘদিন ধরেই সাদমান ইসলামের নামের সঙ্গে জুড়ে ছিল। তবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে সেই খোলস ছেড়ে বেরিয়ে এলেন তিনি। শনিবার সিলেটের মাঠে বরিশালের বিপক্ষে মাত্র ৬১ বলে ১০১ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এটি শুধু চলতি এনসিএলের প্রথম সেঞ্চুরিই নয়, সাদমানের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম শতক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক ছিলেন সাদমান। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ১৭৭ রানের বিশাল উদ্বোধনী জুটি। যা এনসিএল টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ১১টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ৩০ বছর বয়সী সাদমান।

বিধ্বংসী ব্যাটিংয়ে রবিনও কম যাননি, ৪৯ বলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তবে ১৮তম ওভারে বরিশালের ইফতেখার হোসেন ইফতি আক্রমণে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি প্রথমে রবিনকে এবং পরে সেঞ্চুরিয়ান সাদমানকে সাজঘরে ফেরান।

ইফতির বোলিং তোপে ১৭৭/০ থেকে ঢাকা মেট্রোর ইনিংস ১৯৭/৬ রানে থেমে যায়। শেষ ১৬ বলের মধ্যে ৬ উইকেট হারানোয় দলটি ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। ইফতেখার মাত্র ২ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

এ/জে

 


There is no ads to display, Please add some