সৃজিবের জগতে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৫:০২ অপরাহ্ন / ৫৭
সৃজিবের জগতে

সৃজিবের জগতে

জাসমিনা খাতুন

আমাদের সৃজিব জগতে,
এখনও কাচের চুড়ি ধরে বসে আছি।
বয়স এগিয়েছে,
যৌবনের জলতরঙ্গ এখনও লেগে আছে গায়ে।
আমি এখনও বেহুঁশ তোমার সেই গন্ধে।

তোমার শাড়ির আঁচলে যে সাগরফুল দুলত,
সেই দোলা এখনও রয়ে গেছে আমার হৃদয়ে।

আমি এখনও দুলে উঠি,
উপকূলের পাশে বসে থাকা প্রেমিকের মতো, হৃদয়ে ঢেউ খেলে জোয়ারে।

আকুলতা, ব্যাকুলতা—
সবকিছুই কুলকুল করে মিশে যাচ্ছে
আমার ভিতর থেকে ভিতরের আরও গভীরে,
অন্তর থেকে আর-এক অন্তরের অতলে।

আমি এখন, সারসের মতো, চুপচাপ,
অপেক্ষমাণ দরদি মাঠে,
উপকূলতটে হৃদয়ের ঘাটে বাটে।

রামপুরহাট, বীরভূম, ভারত
০৯/০৯/২০২৫ খ্রি.


There is no ads to display, Please add some