৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করল বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন /
৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করল বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)

সংবাদ বিজ্ঞাপ্তি:

বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) আজ অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে, যেখানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে ১,৫০০ টাকায় উন্নীত করা হয়েছে। সংগঠনটি আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে বলেছে, তারা বহুদিন ধরে মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলন করে আসছে, এবং ১৩ আগস্টের ঐতিহাসিক শিক্ষক সমাবেশে এই দাবি সরকারের কাছে জানানো হয়েছিল। সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেন্দ্রীয় আহ্বায়ক মো: তানজিম হোসাইন বলেন, “এই উপহাসমূল্ক প্রজ্ঞাপন আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।২০% বাড়ি-ভাড়া আমাদের বাঁচার দাবি। যদি কোনো ভদ্র মিথ্যাচার করে, পুলিশি লাঠি দিয়ে, কাঁদানে গ্যাস ছুঁড়ে, মিথ্যা আশ্বাস দিয়ে, আমাদের মধ্যে মীরজাফর সৃষ্টি করে আমাদের এই বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়—আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ডেডলাইন ১০ তারিখ। ১২ তারিখ যদি দাঁড়াতে হয়, জাতীয়করণের দাবি নিয়েই মাঠে নামব ইন শা আল্লাহ। We are ready to be killed, but never to be silenced.” যুগ্ম আহ্বায়ক মো: শহীদুল্লাহ্ বলেন, “অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক/কর্মচারীদের ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন অনভিপ্রেত। আমরা এটা মানি না।” সদস্য সচিব শামছুলল ইসলাম বলেন, “অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক/কর্মচারীদের ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন BUTC-র পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হলো।” যুগ্ম সদস্য সচিব আরিফুর রহমান বলেন, “আমরা এটি মানিনা। সমাধান রাজপথেই খুঁজে নেব ইন শা আল্লাহ।”

প্রেস রিলিজে আরও বলা হয়েছে, সরকারের যদি অবিলম্বে ন্যায্য প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে সারাদেশের শিক্ষকরা রাস্তায় নামবে এবং কঠোর আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


There is no ads to display, Please add some