৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:৫১ অপরাহ্ন / ৫৪
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার (কেপি) বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ কম্পন অনুভূত হয় বলে দেশটির ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) ও পাকিস্তান আবহাওয়া দপ্তর নিশ্চিত করেছে।

ভূমিকম্পের উৎপত্তি ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। ভূপৃষ্ঠের প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল শনাক্ত করা হয়েছে।

রাজধানী ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, অ্যাটক, চিত্রল জেলা এবং আশপাশের এলাকাগুলোতে এই ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন।

এনএসএমসি জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।

উল্লেখ্য, ভারতীয় ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।


There is no ads to display, Please add some