সরিষাবাড়ীত আর্জেন্টিনা পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২২, ৯:২২ অপরাহ্ন / ৬১৯
সরিষাবাড়ীত আর্জেন্টিনা পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আধারে আর্জেন্টিনার পতাকা ‘ছিঁড়ে ফেলার’ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মাসুদুর রহমান নামে এক আর্জেন্টিনা সমর্থক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় আর্জেন্টিনা সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ রিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাতার বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ১হাজার ৬০ ফুটের দীর্ঘ এক পতাকা বানায় মাসুদুর রহমান। গত ১৮ নভেম্বর বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী বিজেএমসি মসজিদ এর কর্ণার থেকে পৌরসভা, শিল্পকলা হয়ে ডাক বাংলোর শেষ পর্যন্ত সেই পতাকা টানান। এদিকে গত ২২নভেম্বর মঙ্গলবার ফুটবল বিশ্বকাপ-এ‘সৌদি আরব বনাম আর্জেন্টিনা’ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনা দল ২-১ গোলে হেরে যায়। পরবর্তীতে মঙ্গলবার রাতে কে বা কারা ক্ষোভের বসে আর্জেন্টিনা পতাকার বিভিন্ন স্থানে ছিঁড়ে ফেলে।

আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’র আহ্বায়ক মাসুদুর রহমান জানান, আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরেছে। তার কারনে শারীরিক ভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে জানতে পারি আর্জেন্টিনা পতাকা কে বা কারা ছিঁড়ে ফেলেছে। সঠিক তদন্তে দোষীদের চিহ্নিত করে আইনের কাছে শাস্তির দাবি জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আর্জেন্টিনা হেরে যাওয়ায় কে বা কাহারা আর্জেন্টিনা পতাকা ছিঁড়ে ফেলেছে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।