ইসলামী ব্যাংক থেকে ৩৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও নাবিল গ্রুপ মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন / ২৬
ইসলামী ব্যাংক থেকে ৩৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও নাবিল গ্রুপ মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ডেস্ক রিপোর্ট :

নাম সর্বস্ব প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল-এর অনুকূলে ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে নেওয়া ঋণের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের তালিকা

মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন—

  • এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম,

  • নাবিল গ্রুপের মালিক ও এমডি মো. আমিনুল ইসলাম,

  • সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম,

  • সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের এমডি মো. আরিফুল ইসলাম চৌধুরী ও পরিচালক মো. হাছানুজ্জামান,

  • নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ।

এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, সাবেক এমডি মোহাম্মদ মুনিরুল হকসহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা, পরিচালক ও শাখা ব্যবস্থাপকও আসামির তালিকায় রয়েছেন। মোট আসামির সংখ্যা ৪৩ জন।

অভিযোগের বিবরণ

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের অনুকূলে ঋণের প্রস্তাবনা সুপারিশ ও অনুমোদন করেন। নবগঠিত প্রতিষ্ঠানটিকে অস্বাভাবিকভাবে ৬৭০ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়। এর মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণ দেখিয়ে আত্মসাৎ করা হয়।

ব্যাংক কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে আসামিরা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আইনি ধারা

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯/৪৬০/৪২০/৪৭৭/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৫(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পটভূমি

রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধ ডজনের বেশি মামলা দায়ের করেছে দুদক। একইভাবে নাবিল গ্রুপের মালিক এবং ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে।



There is no ads to display, Please add some