দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন / ১৬৩
দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু
ডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ইলিশবোঝাই দুটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এতে মোট এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠান যশোরের বেনাপোলের মোহাতাব অ্যান্ড সন্স প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে এসব ইলিশ রপ্তানি করে। মাছগুলোর আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।

সিঅ্যান্ডএফ এজেন্ট ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে।

আখাউড়া মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “রপ্তানির আগে ইলিশের গুণগত মান যাচাই শেষে ভারতে পাঠানো হয়। গত বছরের তুলনায় এবার প্রতিকেজি ইলিশে আড়াই ডলার বেশি পাওয়া যাচ্ছে। দাম আরও বাড়লে রপ্তানিকারকরা বেশি লাভবান হবেন।”

প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে সরকার দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়ে থাকে।



There is no ads to display, Please add some