আগামী প্রজন্মের গুড়ের চাহিদা মেটানোর জন‍্য খেজুরের গাছ বৃদ্ধিতে আমাদের সকলের ভূমিকা রাখা জরুরি


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২২, ৬:৫০ অপরাহ্ন / ৫৮১
আগামী প্রজন্মের গুড়ের চাহিদা মেটানোর জন‍্য খেজুরের  গাছ বৃদ্ধিতে আমাদের সকলের ভূমিকা  রাখা জরুরি

এখন খেজুরের রস সংগ্রহের সময়। দেশে আখের চাষ অনেক কমেছে। তাই বর্তমান এবং আগামী প্রজন্মমের গুড়ের চাহিদা মেটাতে খেজুরের গুড়ই হতে পারে প্রধান ভরসা।

তাই আমাদের খেজুরের গাছ বৃদ্ধির  পদক্ষেপ  নিতে হবে। খেজুরের  রস সংগ্রহ ও তা থেকে  গুড় তৈরিতে বর্তমানে  যে সমষ‍্যাগুলি আছে, তা চিহ্নিত  করে এর সমাধানের সম্ভাব‍্য পদক্ষেপ  কি হতে পারে? তা নিয়ে ভাবতে হবে। এ ব‍্যপারে সরকারের  কূষি বিভাগ  এ শিল্পের উন্নয়নের জন‍্য কি কি পদক্ষেপ  নিচ্ছে বা নেওয়া দরকার? সে নিয়ে সাংবাদিক ভাইদের নিকট লেখা আহবান  করছি।

 

আশাকরি প্রিয় সাংবাদিক  ভাইয়ের এ বিষয়ে  ব-দ্বীপ বাংলাদেশ  পত্রিকায় লেখা পাঠাবেন।   যে লেখাগুলি দেশের জনগণ ও সরকারের  দৃষ্টিতে আনার জন‍্য পত্রিকায় নিয়মিত  প্রকাশ হবে।

আমরা চেষ্টা  করবো  সেরা তিনটি লেখার জন‍্য পুরস্কারের ব‍্যবস্হা করতে।

আশাকরি আগামী প্রজনের গুড়ের চাহিদা মেটাতে  খেজুরের  গাছ বৃদ্ধি  ও এর পরিচর্যায় সরকার  তথা জনগণকে এগিয়ে  আসতে উৎসাহিত  করবেন।

এ কে এম ফজলুল  হক মনোয়ার

সম্পাদক ও প্রকাশক

ব-দ্বীপ বাংলাদেশ