ছাতক রেলওয়েতে এডিবি’র প্রতিনিধি দলের ২য় দফা পরিদর্শন, ছাতক-সিলেট রেললাইন পুনঃ সচল করার আশ্বাস


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৯:৩৯ অপরাহ্ন / ৫২৬
ছাতক রেলওয়েতে এডিবি’র প্রতিনিধি দলের ২য় দফা পরিদর্শন, ছাতক-সিলেট রেললাইন পুনঃ সচল করার আশ্বাস

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক-সিলেট রেল লাইন পুনঃ সচলে কার্যক্রমের অংশ হিসেবে ছাতকে ২য় দফা পরিদর্শনে আসেন দু’ সদস্য বিশিষ্ট এডিবি’র একটি প্রতিনিধি দল। রোববার সন্ধ্যায় ছাতক রেলওয়ে ষ্টেশনে এ সংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন, প্রতিনিধি দলের এডিবি’র পরিবেশ বিষয়ক কনসালডেন্ট জুবায়ের আরেফিন ও এডিবি’র সোসাল ডেভলাপমেন্ট এন্ড জেন্ডার এক্সপার্ট শাওন দেওয়ান। মতবিনিময়ে অংশ নেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক শামছু মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংস্কৃতিক সংগঠক তপন তরফদার, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, ব্যবসায়ী বাতির আলী, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রিয়াদ, ব্যবসায়ী নিয়াজ আহমদ, ছাতক রেলওয়ের মহব্বত আলী, শওকত আলী, সুহেল আহমদ, আরিফ আহমদ, আবু বক্কর সিদ্দীক, দিলোয়ার হোসেন প্রমুখ। এসময় রাজনৈতিক, সামজিক ও পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ১৩ নভেম্বর ছাতক-সিলেট রেল লাইন পরিদর্শনে আসা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসাইন, রেলওয়ের উর্ধ্বতন সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, উর্ধ্বতন সহকারী প্রকৌশলী জুলহাস মাহমুদ, সহকারী নির্বাহী প্রকৌশলী জুবায়ের আহমদ সর্দার ও এডিবি’র কনসালডেন্ট রাকিবুল ইসলাম সমন্বয়ে একটি প্রতিনিধি দল সিলেট-ছাতক রেল লাইন আধুনিকায়ন করার গৃহীত পরিকল্পনার কথা বলেছিলেন এবং সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালের জুন-জুলাই মাসের মধ্যে ছাতক-সিলেট রেল লাইন আধুনিকায়নের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রতিনিধি দলের প্রধান সিলেট-শায়েস্তাগঞ্জ রেল লাইনের দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসাইন। সিলেট-ছাতক রেল লাইন আধুনিকায়ন এবং সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিতকরনে ২শ’ ২২কোটি টাকার নুতন প্রকল্প মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে বলেও তিনি বলেছিলেন। রোববার ২য় দফা পরিদর্শনে আসা এডিবি’র প্রতিনিধি দল রেল লাইন ছাড়াও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।##