সিলেটে প্রবাসীর অত্যাচারের শিকার এক অসহায় কেয়ার টেকার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন / ১২৪
সিলেটে প্রবাসীর অত্যাচারের শিকার এক অসহায় কেয়ার টেকার

এম,এ রশীদ, সিলেটঃ-

সিলেটের লন্ডন প্রবাসি আবুল হোসেন জিতু মিয়া তার সহায় সম্পত্তি দেখাশুনা ও রক্ষনা বেক্ষন করার জন্য রেখে ছিলেন সেলিম মিয়াকে ,অবশেষে ২৫ বছর পর বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের জাফরাবাদ গ্ৰামে ,আবুল হোসেন জিতু মিয়ার বাড়ি ২৫ বছর ধরে তার সহায় সম্পত্তি দেখাশুনা ও রক্ষনাবেক্ষন করে আসছিলেন সেলিম মিয়া নামের জৈনিক ব্যক্তি। আবুল হোসেন ও তার ৫ মেয়ে প্রবাসে থাকেন,হটাৎ করে আবুল হোসেন জিতু মিয়া ও তার বড় মেয়ে মোছাম্মৎ নার্গিস সাহারা খানম দেশে ফিরে বাড়িতে আসেন,বাড়িতে আসার পর ,বাড়াটিয়া মাস্তান বাড়া করে ,সেলিম মিয়াকে ও তার স্ত্রী ও মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন,সেলিম মিয়ার অভিযোগ তিনি বিনা বেতনে (২৫ বছর )ধরে বাড়িতে সম্পত্তি দেখাশুনা ও রক্ষনাবেক্ষন করার জন্য রেখে ছিলেন আবুল হোসেন জিতু মিয়া। আবুল হোসেন বলেছিলেন তিনি সেলিম মিয়াকে তার মৃত্যুর পূর্বে ৮ লক্ষ টাকা দিয়ে জমি কিনে দিবেন গ্রামের পঞ্চায়েত এর সামনে এ কথা বলছিলেন,এখন উনি ও উনার পাঁচ মেয়ের মধ্যে ৪ মেয়ে এ কথাটা অস্বীকার করে সেলিম মিয়াকে মেরে তার স্ত্রী মেয়ে সবাইকে বাড়াটিয়া গুন্ডা দিয়ে আহত করেছেন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী সেলিম মিয়ার মেয়ে ও স্ত্রী ভর্তি রয়েছেন।অন্যদিকে আবুল হোসেন জিতু মিয়ার ২য় মেয়ে মালেকা বেগম সেলিম মিয়াকে পাওয়ার অব অ্যাটর্নি করে দিয়েছেন তার ভাগের সম্পত্তির অংশ ও মালেকা বেগমের মামলা মোকদ্দমা চালানোর জন্য।এদিকে সেলিম মিয়া অসহায় হয়ে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।এছাড়া আবুল হোসেন জিতু মিয়া ও তার বড় মেয়ে মোছাম্মৎ নার্গিস সাহারা খানম সিলেটের দক্ষিণ সুরমা থানায় সেলিম মিয়া ও তার পরিবারের পাঁচজন সদস্যের উপর একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়েরের পর নার্গিস সাহারা খানম এবং আবুল হোসেন জিতু মিয়া বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিয়ে আসছেন সেলিম মিয়া ও তার পরিবারের সদস্যদের বিধায়, সেলিম মিয়া ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় অসহায়ত্বের জীবন যাপন করে দিনাতিপাত করছেন,সেলিম মিয়া এলাকার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে এবং জন প্রতিনিধির কাছে তার পরিবারের নিরাপত্তার আশ্রয় চাচ্ছেন।