দৃষ্টিনন্দন সুরমা ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় ছাতক-দোয়ারাবাসী।


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১:১৮ পূর্বাহ্ন / ৩৭২
দৃষ্টিনন্দন সুরমা ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় ছাতক-দোয়ারাবাসী।

 

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক – দোয়ারার আশা আকাংকার প্রতিফলন ঘটতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর জাতীয় সংসদ অধিবেশনে ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আগামী ৬ ডিসেম্বর তারিখে ছাতক যুদ্ধ-মুক্ত দিবস উপলক্ষে আনন্দঘন উল্লাসে দৃষ্টিনন্দন ছাতক সুরমা ব্রিজের উদ্বোধনের তারিখসহ ব্রিজকে দুর্বিণ শাহ সেতু নামকরণের প্রস্তাব করবেন। ২০০৪ সালে আকিজ মাঠে সুরমা ব্রিজের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন বিএনপি সরকার এবং নদীর দু’পাড়ে কয়েকটি পিলারও নির্মাণ করা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সুরমা ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন নানা জটিলতায় কাজ বন্ধ থাকার পর গত ২০২০ সালে বর্তমান আওয়ামীলীগ সরকার ১১৩ কোটি টাকা ব্যয়ে এপ্রোচ রোডসহ সুরমা ব্রিজ নির্মাণ সহ ব্রিজটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলেন। টুল বক্স সহ সম্পূর্ণ ব্রিজের রঙের কাজ শেষ পর্যায়ে। গত ২৫শে অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সরকারি সফরে ছাতকের বিভিন্ন প্রোগ্রামে আসেন এবং আসার পথে ছাতক সুরমা ব্রিজটি পরিদর্শন করেন। ছাতক-দোয়ারাবাসীর প্রাণের দাবি সুরমা ব্রিজের যোগাযোগ স্থাপন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাতক-দোয়ারার মুহিবুর রহমান মানিক এমপিকে অসংখ্য ধন্যবাদ জানান।।