নোয়ারাইয়ে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান।।


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৭:১৩ অপরাহ্ন / ৫০১
নোয়ারাইয়ে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান।।

 

সেলিম মাহবুব, ছাতকঃ
নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য কিথলী শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসক আলী, সংগঠনের উপদেষ্টা ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়ালফেয়ার কাউন্সিল ইন ইউকের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আহমেদ হুসেনের দেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি আব্দুল ছত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খানের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন নোয়ারাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ মেরাজুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা সুজন মিয়া তালুকদার, আফিক আলী, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, মোঃ সাহাব উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক মিয়া, লাহিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়ছল আহমেদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানবীর হুসেন জাকির প্রমুখ। এ সময় গীতিকার নবীন সাহেব আলী, শিক্ষক আল আমীন, সুমন মিয়া, সোহাগ আহমেদ, সাইদুর রহমান ইসকার, রাজিব আহমেদ রাজু, শিল্পী সোহানুর রহমান এমাদ, বাচ্ছু মিয়া, মাহমদ আলী, আবদাল হোসেন, মাঈন উদ্দিন কালা, দিলোয়ার হোসেন, মনির, গরীব কালাশাহ, ওয়াসিম মিয়া, সোহেল আহমেদ, শামসুল হক, নয়ন আহমেদ, হুসাইন আহমেদ ও ডিজে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন । অতিথির বক্তব্যে আসক আলী ও জয়নাল আবেদীন বাবুল বলেন আমরা প্রবাসে থেকেও সরসময় দেশের মানুষের কথা চিন্তা করি। দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে থাকি। নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রশংসা করে তারা বলেন আপনারা এগিয়ে যান যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব ভাল কিছু করার জন্য। সংঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।