আনোয়ারায় বজ্রপাতে গোয়াল ঘরে আগুন, দুই গরু পুড়ে ছাই


প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন / ৭০
আনোয়ারায় বজ্রপাতে গোয়াল ঘরে আগুন, দুই গরু পুড়ে ছাই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তীব্র বজ্রপাতে গোয়াল ঘরে আগুন লেগে দু’টি গরু পড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর তেকাটা এলাকায় দিলোয়ারা বেগমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ৩ বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দিলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর ৪ মেয়ে ও ১ ছেলে নিয়ে দুঃখে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরু-ছাগল পালান করে পরিবারের আর ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন তিনি।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত দিলোয়ারা বেগম জানান, ঋণের টাকায় কোরবানির ঈদকে সামনে রেখে গরুগুলো পালান করেছি। পরিবারে আয় করার মত কেউ নেই। ৪ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে কোনমতে আছি। ছেলেটাকে এতিম খানায় ভর্তি করে দিয়েছি। এখন বজ্যপাতে গোয়াল ঘরে আগুন লেগে সব শেষ আমার।

হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন বলেন, এক অসহায় মহিলার দুটি গরু পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যাক্তিগত ভাবে তাকে সহযোগিতা করব।