জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন সারমিন এম পি এর হাত থেকে জাতীয় অপরাজিতা সম্মাননা পেলেন বাউল ছালমা


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন / ৩৭
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন সারমিন এম পি এর হাত থেকে জাতীয় অপরাজিতা সম্মাননা পেলেন বাউল ছালমা

ঝালকাঠি প্রতিনিধি-

জাতীয় অপরাজিতা সম্মেলন ২০২৪-এ অগ্রগামী অপরাজিতা হিসেবে “নেতৃত্বের ভূমিকায় বিশেষ অবদান রাখার জন্য” ২০ এপ্রিল ২০২৪ খ্রি. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানে মাননীয় স্পিকার ড. শিরিন সারমিন (এমপি) উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের এ পুরস্কার তুলে দেন ঝালকাঠির রাজাপুরের ইউপি সদস্য অপরাজিতা বাউল ছালমার হাতে।

এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার সহ বাংলাদেশের ১৭ জন অপরাজিতা নারী সম্মাননা প্রাপ্তি হন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি-সহ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী অপরাজিতা বাউল ছালমা সহ দেশের খ্যাতিমান সংগীত শিল্পীরা। অপরাজিতা নারী নেটওয়ার্ক ও রূপান্তর কর্তৃপক্ষ কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউল ছালমা এছাড়াও ইতোমধ্যে জড়িয়ে আছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে।
যেমনঃ- ★ নিজ এলাকার জনপ্রিয় নারী ইউপি সদস্য, ★ উপজেলা শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী ও নির্বাহী সদস্য, ★ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ★ বাংলাদেশ টেলিভিশনে দুইটি বিষয়ের উপর নিয়মিত কণ্ঠশিল্পী,
★ বাংলাদেশ বেতার বরিশালের নিয়মিত বাউল কণ্ঠশিল্পী, ★ বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ★ রাজাপুর উপজেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক, ★ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “বাউল ছালমা শিল্পীগোষ্ঠী” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, (উক্ত সংগঠনটিও বিটিভির তালিকাভুক্ত), ★ উপজেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক, ★ জেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য, ★ রাজাপুর সংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য ও ★ ২০২৪ ইং সালের উপজেলা পরিষদ নির্বাচনে নিজ উপজেলা থেকে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।