বগুড়াস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি পিয়াল, সম্পাদক সোহেল


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন / ১০৫
বগুড়াস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি পিয়াল, সম্পাদক সোহেল

এনামুল হক নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়াস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ‘পিটুলি’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে পিটুলি উৎসবের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান ও উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দিন।

দিন ব্যাপী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার ‘পিটুলি’। দুপুরের খাবার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন কালচারাল উইং সরকারি আজিজুল হক কলেজের সঙ্গীত শিল্পী ছানোয়ার শিহাব, সোহেল রানা, তন্ময়, সুমন, সিরাজ, সোহান, রিনভী, শ্রুতি, নিবির, অতোসী পাল, দেবাশীষ, খালেদা জাহান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে ১৫ জন ভাগ্যবান পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার।

এরপর বগুড়াস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোঃ পিয়াল তালুকদার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল রানা। এসময় ২২ সদস্যদের একটি কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- ১নং সহ-সভাপতি ফাহিম, ২নং সহ-সভাপতি রাকিব, ৩নং সহ-সভাপতি শামীম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নাইস, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রানা, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ, কোষাধ্যক্ষ আইয়ুব, প্রচার সম্পাদক নাহিদ, দপ্তর সম্পাদক সুমন সরকার, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ, ক্রীড়া সম্পাদক নাঈম, ১নং মহিলা বিষয়ক সম্পাদক আঁখি ও ২নং মহিলা বিষয়ক সম্পাদক ফারজিয়া হক পূর্বা। কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাকিব, রবিউল, সাব্বির, রুহুল, আলিম, আয়শা জামান, তায়েবা ইসলাম রুপা।

বগুড়াস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংস্থার উপদেষ্টারা হলেন- সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মঞ্জুর কাদের, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল মতিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এ.কে.এম সোলাইমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল আলম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান। উপদেষ্টাদের সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এ/হ