বাংলাদেশ কেন্দ্রীয় ধামাইল উন্নয়ন পরিষদের কমিটি গঠন


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৪, ৮:০০ অপরাহ্ন / ১০৪
বাংলাদেশ কেন্দ্রীয় ধামাইল উন্নয়ন পরিষদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ কেন্দ্রীয় ধামাইল উন্নয়ন পরিষদের  ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার(পহেলা ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায়, এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জনকে সভাপতি, চিনু চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও সঞ্জয় রায় পিক্লুকে সাংগঠনি সম্পাদক, পিকলু সরকারকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) করে বাংলাদেশ কেন্দ্রীয় ধামাইল উন্নয়ন পরিষদের  ২০২৪-২০২৬ সনের জন্য দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি এডভোকেট অলক ঘোষ, অজিত কুমার রায়, এডভোকেট মোস্তাক বাহার, দ্রুপদ চৌধুরী নুপুর, মোশাররফ হোসেন মোছা, রামকৃষ্ণ সরকার, হাবিবুর রহমান, ৩জনকে যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দেব, মিহির তালুকদার, কংকন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদর রহমান দিপু, সুজন তালুকদার, অর্থ সম্পাদক সুপ্রভা রানী কর, সহ- অর্থ সম্পাদক সামির পল্লব, দপ্তর সম্পাদক নিপ্রেশ তালুকদার রানু, সহ-দপ্তর সম্পাদক অরুন দাস, উপ-দপ্তর সম্পাদক রুবেল তালুকদার, প্রচার সম্পাদক নিকুঞ্জ সুত্রধর, সহ-প্রচার সম্পাদক বিজেন দাস, মহিলা বিষয়ক সম্পাদক  শ্যামলা রানী চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাধুরী তালুকদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিপা সুত্রধর, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব বনিক, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পান্ডব চন্দ কানু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সবিতা চক্রবর্তী, নির্বাহী সদস্য গৌতম কর তপন, বিধান চন্দ্র বণিক, অসিত তালুকদার, মুকুল চন্দ্র দে, ননী গোপাল তালুকদার, উমা রানী দাস, অমিত বর্মন, সজীব ভৌমিক, আর কে বাবু, দীপন তালুকদার, স্বরুপ তালুকদার, রিজন দাস, দীপক দাস, জীবন দাস, রাজীব দাস, অনুকূল সরকার, বাপ্টু দেব, পবিত্র সরকার, রনধীর চক্রবর্তী, ধনঞ্জয় দেবনাথ, সাগর দাস, বাউল লাল শাহ, স্নেহা দাস তুলি, শুভশ্রী দাস, মিটন তালুকদার, সুমন পাল চৌধুরী প্রমুখ।

নবগঠিত বাংলাদেশ কেন্দ্রীয় ধামাইল উন্নয়ন পরিষদ এর সভাপতি দেবদাস চৌধুরী বলেন, কালের বিবর্তনে ধামাইন গান গুলো হারাতে বসেছে। সেই সাথে হারিয়ে যাচ্ছে রাধারমণ, রামকানাই দাস, শাহ্‌ আব্দুল করিম, দূরবিন শাহ্‌, প্রতাব রঞ্জন তালুকদার সহ আরও অনেক বিখ্যাত গুনীজনদের ধামাইন গান। তিনি আরও বলেন,আমাদের প্রধান লক্ষ্য পুরাতন ধামাইল গান সংগ্রহ,সংরক্ষন,চর্চা ও বিকাশ। ধামাইল যেন আধুনিকতার ছোঁয়ায় পুরাতন ছন্দ না হারায়। সৃজনকর্তা বিখ্যাত গুনীজনের বিশাল সৃজনকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা প্রবীণ মুরুব্বী যারা আছেন, মা কাকী, পিসি, যারা সব সময় ধামাইল গেয়ে থাকেন উনাদের থেকে সঠিক তথ্য খোঁজে বের করার চেষ্টা করব।ধামাইল যেন ভাটির ঘরে ঘরে বিকশিত হয় সেটা নিশ্চিত করতে বাংলাদেশ কেন্দ্রীয় ধামাইল উন্নয়ন পরিষদ আমৃত্যু চেষ্টা করে যাবো, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।