সুনামগঞ্জে মিনিবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে গায়ক পাগল হাসানসহ নিহত ২, আহত ৩


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ১২:০৬ অপরাহ্ন / ৪১
সুনামগঞ্জে মিনিবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে গায়ক পাগল হাসানসহ নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টঃ

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন, আহাদ আলীর ছেলে আব্দুস সত্তার মিয়া (৫৩)।
এ সময় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মিনিবাসটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ছাতকের সুরমা ব্রীজ এলাকার পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসান মরমি সাধক হাছন রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, দুর্বিন শাহের অসংখ্য কালজয়ী গান গেয়েছেন। পাগল হাসান একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী। পাগল হাসানের ‘জীবন খাতায়’ গানটি সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় গান। এছাড়াও “আসমানে যাইয়ো না রে বন্ধু” “আমি এক পাপিষ্ঠ বান্দা”রেলগাড়ীর ইঞ্জিন”মাটির বালা খানা”কলঙ্কী” গ্রামেগঞ্জে” মন আমার মরা নদীসহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা, ছাতকের কৃতি সন্তান পাগল হাসান।