রুপ যৌবন হারা হয়ে পড়ছে আত্রাই নদী


প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন / ৩০
রুপ যৌবন হারা হয়ে পড়ছে  আত্রাই নদী

পিংকি আক্তার পাবনাঃ


পাবনা জেলার বেড়া,সাঁথিয়া ও সুজানগর উপজেলার ত্রিসীমানায় কাশীনাথ পুর ফুলবাগান বাজার অবস্থিত।এই বাজারের পশ্চিম পাশে যাতায়াত করার জন্য একটি ব্রিজ ব্যবহার করা হয়।আত্রাই নদীটি এখানেই অবস্থিত। একসময় এই আত্রাই নদী যৌবনে ভরপুর ছিলো।কিন্তু এখন এই নদীটি ময়লা আবর্জনা ফেলার স্তুপে পরিণত হয়েছে।বিভিন্ন বেসরকারি হাসপাতাল,মুদির দোকান,খাবার হোটেলের যতো ময়লা আবর্জনা আছে সব এখানে ফেলে ময়লার স্তুপে পরিণত করে ফেলেছে। বাজারের উত্তর ও দক্ষিণ পাশে দুইটি মসজিদ আছে,সেখানে মুসল্লিদের অযু ও নামাজ পড়তে খুব কষ্ট হয় এই ময়লার গন্ধে।ব্যবসায়ীরা বলেন এখানে বছরে ৩/৪ বার আগুন লাগে,ফায়ার সার্ভিস এর মাধ্যমে এই আগুন নেভানো হয়।তাই সবাই খুব আতঙ্কের মধ্য দিয়ে এখানে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করে থাকেন।এমন পরিস্থিতিতে স্হানীয় সচেতন ব্যক্তিদের দাবি ব্রীজটি চলাচলে স্বাভাবিক রাখতে বিষয়টি খতিয়ে দেখে যেনো দ্রুত সময়ে উপযুক্ত ব্যবস্থা  নেওয়া হয়।