পিরোজপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার-৩


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ১০:২০ অপরাহ্ন / ৩১
পিরোজপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার-৩

 

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে এসআই সিদ্দিক সহ অভিযান পরিচালনা করে বাগেরহাটের বাধাল বাজার থেকে ১টি ল্যাপটপ উদ্ধার করা হয় এবং ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডঃ ঈশিতা হায়দার এর খুমুরিয়া ছায়ানীড় কলেজ রোডস্থ বাড়ি থেকে গত ১৩/৮/২০২৩ তারিখে ল্যাপটপটি চুরি হয়। তার শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উক্ত ল্যাপটপের মধ্যে ছিলো। তিনি দিশেহারা হয়ে অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ১৭/৮/২০২৩ তারিখ পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি মামলা দায়ের করেন৷

পুলিশ দীর্ঘদিন ধরে উক্ত মামলার পিছনে লেগে থেকে আজ বাগেরহাটের বাধাল বাজারে অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপ সহ ৩ জনকে গ্রেপ্তার করেন৷ গ্রেপ্তারকৃতরা হলেন ১। আশিক খান হৃদয় (২৭) পিতাঃ সোবহান খান, রাজারহাট, পিরোজপুর ২। বিপ্লব কুমার দাস পিতা- পরিতোষ কুমার দাস, বাধাল, বাগেরহাট এবং ৩। নয়ন মোল্লা পিতা- মৃত মনসুর মোল্লা সাং- প্রতাপপুর, ইউনিয়ন- গোপালপুর, কচুয়া থানা, জেলা- বাগেরহাট। পিরোজপুরে নামকরা চোর হৃদয় উক্ত ল্যাপটপটি চুরি করে ১০,০০০ টাকায় নয়নের কাছে এবং নয়ন বিপ্লব কুমারের কাছে ৩০,০০০ টাকায় বিক্রি করেছে মর্মে জানান। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।