বরিশাল বিএম কলেজের ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন / ৮৬
বরিশাল বিএম কলেজের  ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী

মোঃ মামুন খান, বরিশাল প্রতিনিধি-

বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা ভিভাগের ১ম পূর্ণমিলনী ও আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় বিএম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সরকারী ব্রজমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্যবস্থাপনা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাণিসম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

এ সময় সম্মানিত অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সরকারী ব্রজমোহন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এ.এস কাইয়ুম উদ্দীন, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও বরিশাল মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারী ব্রজমোহন কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর শাহরিয়ার কিবরিয়া।

এখানে আরো উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের সাবেক ভিপি মঈন তুষার, স্থানীয় কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।

এরপূর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের উদ্বোধন করেন পাণিসম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রধান করাসহ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় আয়োজক কমিটি।