সিলেটে মহাসপ্তমী পূজা উপলক্ষে উদীয়মান ভাটি বাংলার ধর্মীয় আলোচনা সভায় :প্রদ্যুৎ কুমার


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৩, ৩:০৬ অপরাহ্ন / ২৫৭
সিলেটে মহাসপ্তমী পূজা উপলক্ষে উদীয়মান ভাটি বাংলার ধর্মীয় আলোচনা সভায় :প্রদ্যুৎ কুমার

দিপংকর বনিক দিপু,বিশেষ প্রতিনিধিঃ

শারদীয়া দূর্গোৎসব-১৪৩০ বাংলা মহা সপ্তমী উপলক্ষে সিলেট উদীয়মান ভাটি বাংলা সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ উদ্যাগে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২১ অক্টোবর রাতে হাওলদারপাড়া (মজুমদার টিলার উত্তর পার্শ্বে) এ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদীয়মান ভাটি বাংলা সার্বজনীন পুজা উদযাপন পরিষদ প্রতিষ্ঠকালীন সাবেক সভাপতি সুবীর তালুকদার (পাংকু) ও সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী যৌথ সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি অজিত চন্দ্র দাশ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, সমাজ সেবক, শিক্ষানুরাগী, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার যুগ্ম সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, প্রফেসর ননীগোপাল দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, শাবি-প্রবি অধ্যাপক শরদিন্দু ভট্রাচার্য্য , সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য সুদিপ দে, দিশারি স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক প্রবাল ভট্টাচার্য্য।

প্রধান অতিথি বক্তব্যে প্রদ্যুৎ কুমার বলেন, আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে ত্রিশ লক্ষ্য শহীদের রক্ত ও ২ লক্ষ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার সেই স্বপ্নকে বাস্তবায়ন করছেন। এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারাকে তরান্বিত করার আহ্বান জানান প্রদ্যুৎ কুমার তালুকদার।

উক্ত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোটারী পাবলিকের সহ সভাপতি এড.দিলীপ কুমার দে, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অমর চক্রবর্তী, সিলেট মহানগরের ৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কাদির খান, কোষাধ্যক্ষ রুপক সরকার, মৃদুল চৌধুরী(টুটুল) সহ বিভিন্ন নেতৃবৃন্দ।