কৃষক মাঠে কাজ করে


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১১:৪১ অপরাহ্ন / ২৮
কৃষক মাঠে কাজ করে

জিরাফত হোসেন

কৃষক মাঠে কাজ করে
ঝরায় মাথার ঘাম
দেশের সেবা করে তবু
পায় না শ্রমের দাম ।

রৌদ্র তাপে চামড়া পুড়ে
কালো হয় যে মুখ
ঋণের দায়ে ফসল বেচে
যায় না কভু দুখ ।

ভীষণ গরমে কর্ম করে
কাজের হয় না শেষ
কাটে যখন সোনার ধানে
আনন্দ পায় বেশ ।

আলে বসে পান্তা ভাতে
লঙ্কা পেঁয়াজ খায়
ধানের আঁটি মাথায় নিয়ে
আনন্দ বেশ পায় ।

প্রখর খরায় ধান যে ঝরায়
ঘামের জলে স্নান
ধানের বস্তা গুনে দেখে
চেহারাটা হয় ম্লান ।