গার্মেন্টস জীবন


প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন / ৪২৭
গার্মেন্টস জীবন

কবিতা
গার্মেন্টস জীবন
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর

রাত শেষ হলেই ঘুম ভাঙ্গে
হৈ চৈ আর কোলাহলে
ঘড়ির কাঁটার সময় হতে না হতেই
ছুটে চলি অফিসের দিকে।
অফিসে যেতে যদি হয়ে যায় লেট
অফিসের সময় শেষ হইলে লক করে দেয় গেট।
লাঞ্চের সময় হলে টিফিন নিয়ে
দৌড়ে যায় ক্যান্টিনেতে,
খাওয়া-দাওয়া শেষ না হতেই
ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুইটা বাজে রে।
আবার আসি কাজে ছুটে
এইভাবে রাত্রি দিন যায় কেটে,
মাল যাবে শিপমেন্টের যখন শুনি এই কথা
তখন থেকে শুরু হয় বুকের ব্যথা।
শিপমেন্টের জন্য মালের গড়াগড়ি
তাহার উপর আছে পি এম স্যারের বাড়াবাড়ি।
যতই না পরিশ্রম করি তারপরও
শুনতে হয় সুপারভাইজার এর গালাগালি
মন যে বসে না আমার কোন কাজে রে।
রাত দিন যায় এইভাবে কেটে
সকালের সূর্যের মুখ, নাহি দেখতে পাই বটে
এটাই নাকি গার্মেন্ট জীবন রে।